শব্দহীন ,অন্তহীন উৎসারিত আলোর ভিতর
জীবনের কুঁড়ি গুলি ফুল হয়ে ফোটবার পর
জীবনের অনেকটা পথ আজ হয়ে গেছি পার
জীবনের পথ-পথে দেখেছি বহু আলো-অন্ধকার!
মনে পড়ে,ছিলাম দুজনে,সেই কোন যুগের ওপারে
পৃথিবীর আলো গায়ে মেখে,মহাজীবনের এক ধারে;
মৃত্যুর কিনারায় দুজনায় একসাথে বেঁধেছি যে ঘর,
নক্ষত্রের নীল আলো উৎসারিত দুজনার প্রাণের ভিতর!
জীবনের তারে তারে সুর বেজে ওঠে,জেগে ওঠে প্রাণ;
সব আলো ফুটে ওঠে,বেজে ওঠে মহাজীবনের গান।
আকাশের সব মেঘমালা সরে যায়,সরে যায় সব ঝড়
উৎসারিত সব আলো ফুটে ওঠে মহাজীবনের ভিতর ।
---0--
!