বোধের ভিতরে আমি থাকি, আর থাকো তুমি ;
বোধের ভিতরে সমৃদ্ধ ভালবাসা,চেতনার ভূমি।
বোধ আসে,বোধ যায় আর বোধের ভিতরে,-
দেখি মাঝে মাঝে অন্য বোধ এসে খেলা করে ;
জীবনের ভিতরে বোধ থাকে অন্য ভাবে-রূপে ,-
চেতনার ভিতরে বোধ  আসে যায় চুপে-চুপে
যদি বোধের দরজা খুলে এসে সবাই দাঁড়াই,-
মানুষের দিকে বোধ নিয়ে যদি হাতটা বাড়াই,
তবেই পৃথিবী টা স্বর্গ হবে, ঝরে পড়ে আলো;
নিমেষে মুছে যাবে, ধরণীর যতো আছে কালো।
বোধ নিয়ে হোক ছন্দ বোধ,বোধ নিয়ে কাব্যকরা,-
মাঝে মাঝে  বোধ নিয়ে  একটু  হোক না মস্করা!
বোধের বন্ধ দরজা গুলি এসো দিই আাজ খুলে ;
বোধের ভিতরে  শুধু ভালবাসা থাক,সব ভুলে।
               ---০---