আমি ফুল,শিশু ভালবাসি
আমি ভালবাসি পশু-পাখি
পাখিদের গানে মুগ্ধ হয়ে
আমি সব কিছু ভুলে থাকি
আমি গান খুব ভালবাসি,
ভালবাসি তার তানটুকু ;
ভালবাসা আছে বলে আজো,
শুকিয়ে যায় নি প্রাণ টুকু।
আমি গাছ ভালবাসি বলে,
নিবিড় অরণ্যে আসি চলে ;
গাছেদের মুখে কথা ফোটে,
কথা বলে মন ভরে ওঠে।
আমি নদী খুব ভালবাসি,
তাই নদীর কাছেই আসি ;
নদীতীরে থাকা কাশবনে,
দুদণ্ড দাঁড়াই আনমনে ।
ভালবাসা আছে বলে তাই,-
প্রাণ খুলে কথা বলে যাই।
ভালবাসা না থাকতো যদি,
সমুদ্রে কী মিশে যেতো নদী?  
          ---0---