তুমি কখনো যেও না আর ওই নদীটির দিকে,-
বালুকা বেলায় রেখো নাকো তার নাম লিখে ;
দাঁড়িয়ে থেকো না ভুল করে নদীটির পাশে,-
রেখো না আলতা-রাঙা পা সকালের ঘাসে ;
কখনো এসো না তুমি, কথা বোলনাকো আর,-
ভালবাসা ভুলে যেও,ভুলে যেও সমাজ-সংসার ;
কী হবে সংসার-জালে অযথা জড়িয়ে নিজেকে!
তার চেয়ে চলে যেও,মন যেতে চায় যে দিকে ।
চলে যেও ,ফিরে এসো নাকো কোনদিন আর,-
দিনের আলো ভুলে যেও,ভুলে থাকো অন্ধকার;
বন্দিনী হয়ো না আর,সংসারের মায়াবদ্ধ জালে ,-
রাত ভোর হয়ে এলে,চলে যেও সবুজ সকালে ;
--০--