হাতটা যেই বাড়িয়ে দিলাম
সরিয়ে নিলি তুই;
ভাবছি এখন,তোর ও মন
কেমন করে ছুঁই!
যেই না আমি বলতে গেলাম
ভালোবাসি তোকে।
মনটাকে তুই সরিয়ে নিলি,
রাখলি না চোখ চোখে;
তোর আঙুলে আমার আঙুল
রাখতে গেলাম যেই,-
দেখি,দূরে গেছিস সরে-
আমার পাশে নেই।
সুখ দিয়ে ছোঁব না তোকে,
দুঃখ দিয়ে-ই ছুঁই ;
দুঃখ দিয়েই হবো যে তোর,-
আমার হবি তুই!
     ---0---