আষাঢ়ের প্রথম বৃষ্টিতে এই প্রথম তোমাকে
ভিজতে দেখলাম....
ভিজতে দেখলাম,তোমার আলতা-রাঙা পা ,
ভিজতে দেখলাম,তোমার পান-পাতা মুখ ,
ভিজতে দেখলাম,তোমার কালো হরিণ চোখ!
প্রথম বৃষ্টি ধুয়ে দিয়ে গেল তোমার লাজুক
ওষ্ঠাধর আর মঞ্জুল চিবুক ।
তুমি বৃষ্টি ভেজা চুল খুলে দিলে
আষাঢ়ের প্রথম বাতাসে ;
বৃষ্টি ভেজা কালো হরিণ চোখ মেলে দিয়ে
তুমি এসে দাঁড়ালে আষাঢ়ের প্রথম সকালে!
তখন-ই তো দেখলাম তোমার চোখে আষাঢ়ের
কালো মেঘ ,বৃষ্টি নামতে পারে যে কোনো সময়ে;
এতো বৃষ্টি, তুমি রাখবে কোথায় !
  
                   --0--
বরষার আয়োজন ।