আষাঢ় আসে, মেঘ আকাশে ,বাতাসে জলকণা ;
আষাঢ় আসে ,বৃষ্টি ধারায়  মন হয় আনমনা ।
আষাঢ় আসে, নীরস মাটি জলের পরশ পায়-
আষাঢ় আসে, বর্ষা মঙ্গল ব্যাঙেদের জলসায় ।
আষাঢ় আসে ,রোমাণ্টিক মন ভিজতে ইচ্ছে করে!
বৃষ্টি ধারায়  মেঘ রোমাণ্টিক,নদী-নালা-বিল ভরে ;
আষাঢ় আসে,রোমাণ্টিকতায় ইচ্ছে-ডানা মেলে-,
মন্দ হয় না,এই আষাঢ়ে হারিয়ে কোথাও গেলে!
আষাঢ় আসে, ভুবন ভাসে অঝোর ধারাপাতে ;
আষাঢ় আসে, বৃষ্টি মাসে,বাদল হাওয়ার সাথে ।
আষাঢ় আসে, তোমার মনে ,আষাঢ় আমার মনে ;
আষাঢ় আসে , বৃষ্টি নিয়ে মাঠে-পাহাড়-নদী-বনে ।
                     --০--
বরষার আয়োজন ।