মেঘ-কবিতায় আষাঢ় আসে, মেঘ-কবিতায় বৃষ্টি নামে ;
মেঘ-কবিতায় উড়ো চিঠি, আকাশ পাঠায় খোলা খামে ।
মেঘ-কবিতায়,শব্দ-কথায় মেঘ-বালিকার ভালোবাসা,-
মেঘ-কবিতায় মেঘ কী বলে,কে বুঝবে মেঘের ভাষা?
মেঘ-কবিতায় রিমঝিম সুর, এই মনেতে উঠছে বেজে ;
মেঘ-কবিতায় আষাঢ়-আকাশ, জলসাজে উঠছে সেজে ।
মেঘ-কবিতায় বর্ষা নামে, ভিজছে সুখে ধরার মাটি ;
মেঘ-কবিতায় শব্দরাজি , ছন্দ-কথায় ভীষণ পরিপাটি ।
মেঘ-কবিতায় বর্ষার সাজ, তাই আকাশে জলছবি।।
জলছবিতে এখন মেঘ-কবিতা রাখছে লিখে কবি ।
--০-- । । বর্ষার আয়োজন । ।