অগোছালো জীবনের কিছু গল্প এলোমেলো ঝড়ে ,
তছনছ হয়ে যায়,এই তছনছ জীবনে অন্য গল্প থাকে;
অন্যগল্প বাসা বাঁধে,এইসব অগোছালো গল্পের ভিতরে;
জীবনের কোন কোন গল্প,দীর্ঘ থেকে দীর্ঘতর হয় ।
অগোছালো এই সব জীবনের গল্পে
                                      ।
কোথা দিয়ে যেন কেটে যায় জীবনের দীর্ঘ সময় ;
জীবনের কিছু কিছু অগোছালো গল্প  বড়োঅসময়ে,
বড়ো দ্রুততার সাথে ঝড় তুলে শেষ হয়ে যায়!
নির্জনে বসে বসে একাকীত্বে কর্মহীন সময়-যাপন ।
                           ।
ডুবে থাকি নিজস্ব ভাবনায়,জীবনের ক্ষুদ্র সীমানায় ;
এলোমেলো ঝড়ে ওড়ে যাওয়া জীবনের এইসব
গল্প গুলি আঁকড়ে থাকে,অন্য কোন গল্পের পটভূমি ;
জীবনের এইসব গল্পে আজীবন একা থাকি আমি ;
অন্য গল্পের ভিতরে স্বপ্নের ইমারত গড়ে তোল তুমি ।
                     --০--
    ...বাঁকুড়া,।১৯/০৬/২০১৪