সব কিছুই কালের নিয়ম মেনে বদলে যায়!
বদলে যায় আবহাওয়া, রোদ্দুর-মেঘ-বৃষ্টি;
পরিবেশ মেনে মানুষ নিজেকে বদলে ফেলে ;
হঠাৎ  বদলে যায়  দু'চোখের পুরাতন  দৃষ্টি।

আকাশের মেঘমালা, বদলে যায় প্রতিক্ষ্ণে!
এই হাতি তো পরক্ষণেই হয়ে যায় একটা বাড়ি;
এই একটা মেঘের পাহাড়,তো পরক্ষণে মেঘ-স্তুপ।
মেঘেরা বদলে ফেলে নিজেদের বড্ড তাড়াতাড়ি!

এই ভাবে প্রতিনিয়ত  বদলে যায় মানুষের  মন;
আকাশ ও প্রতিক্ষণে তার নিজস্ব রঙ বদলে ফেলে।
বদলে যায় কবিতার ছন্দ, সঙ্গীতের তাল -লয়-সুর!
এখন চারিদিকে পরিবর্তনের  হাওয়াটা বেশ খেলে।