একটা জন্মে গাছ ছিলাম,
একটা জন্মে বনের লতা;
লতার জন্মে সমস্ত দিন,
গাছের সঙ্গে কতো কথা!
কথার পিঠে কথা থাকে,
কথারা বাঁধে নিপুন বাসা।
আমার ভাষা গাছ বোঝে,
আমি বুঝি গাছের ভাষা।
   --০--