এক আর এক যোগ করে হয় দুই ।
দুই থেকে এক চলে গেলে পর,
বলতে পারিস কত পড়ে থাকে তুই?
এক একা পড়ে থাকে, একা একা ;
বড়ো নিঃসঙ্গ এই একার জীবন!
একাকীত্ব নিঃসঙ্গ মনে টানে রেখা;
--০-- । ...