শরীরে শরীর ফিরে বারবার আসে;
অন্ধকার আলো ছেড়ে ফিরে অন্ধকারে।
আকাশ আকাশে ফেরে, কালের গণিতে ;
আলো ঠিক ফিরে আসে, চোখের মণিতে
রাত্রিকাল ফিরে আসে, দিন অবসানে -
সুর-তাল-লয়-মিড়, ফিরে আসে গানে।
মন ফিরে ফিরে আসে, অনন্ত অসীমে!
যুগ থেকে যুগান্তরে, যাত্রা নিরন্তর ;
ঝরে যাওয়া পাতারা, ফেরে কিশলয়ে-
কালের নিয়মে ফেরে বৃক্ষের আশ্রয়ে।
হারানো সুবাস ফুলে, ঠিক আসে ফিরে;
সে সুবাস গুপ্ত থাকে, ফুলের শরীরে।
নদীর তরঙ্গ রাশি, তরঙ্গেতে ফেরে,
তরঙ্গে-তরঙ্গে ফেরে, যতো জলরাশি!
জরাগ্রস্ত দেহে ফেরে,যতো রোগ-ব্যাধি!
এ’ যন্ত্রণার অন্ত নেই, নেই তার আদি।
দেহে স্থবিরতা ফেরে, দৃষ্টি শক্তি ক্ষীন;
পঞ্চভূতে দেহ ফেরে, মহাকালে লীন!
--০--