হেমন্ত
শরৎ বিদায়,এলো ধরায় খোশ-মেজাজেই হেমন্ত ।
হেমন্তকে তাই কবিতায় দিলাম আমার এ মন তো!
        শিশির ঝরানো ঘাসের মাথায়,
        শিশির ঝরানো গাছের পাতায়,
শিশির ঝরানো হেমন্তেই হারিয়েছি তাই,সে মনতো।

                  --০--