অন্ধকারে শব্দগুলি সব জড়িয়ে পড়ে জটিল জালে ;
এই শব্দগুলো চলে গেছে নিরুদ্দেশে সাত সকালে।
শব্দরা সব ভোরের বাতাস,কখনো টাটকা গোলাপ।
কখনো বা ভৈরবী রাগ, কখনো বা ধ্রুপদ আলাপ।
ধ্রুপদ আলাপ অন্ধকারে ভৈরবী রাগে গন্ধ ছড়ায়।
গন্ধ আমি বুঝে নেব, হিসেবে মতো গণ্ডা-কড়ায়।
এই গন্ধ আনে,প্রাণের টানে সুর ছড়িয়ে অন্ধকারে ;
ভৈরবীরাগে সুর যে বাজে,আকাশবীণার তারে-তারে
--০--