এসো, তবে মন এতো দ্বিধাগ্রস্ত কেন?
উন্মোচিত করে ফ্যালো,অভিমান-সাজ!
আর কেন রেখে দেওয়া এতো ব্যবধান?
মুখ কেন মেঘ থমথমে,এখনো সলাজ!
চতুর্দিকে দ্যাখো এতো আলো-দীপ জ্বলে ;
সেই আলোতে দুজনার মাঝে নীরবতা!
পাশ দিয়ে কুলুকুলু এক নদী বয়ে চলে।
নিস্তব্ধ নদী তীর কারো মুখে নেই কথা!
এসো,নদীর কুলুকুলু সুরে সুর মিলিয়ে,
নদীর সাথে আমরাও জীবনের গান গাই!
নদীর সাথেই কথা বলে কাটুক কিছুক্ষণ;
কিছুটা সময় নদীতীরে বসে কাটিয়ে যাই!
---০---