রাজস্থান ভ্রমণে এসে অবশেষে,
মাউন্ট আবুর দিকে এই যাত্রা;
মাউন্ট আবু- র প্রাকৃতিক শোভা,
আনে ভ্রমণে নতুন এক মাত্রা।

গাছ-গাছালিতে, দেখি চারিভিতে,
কত অপরূপ তার দৃশ্য -শোভা!
নয়ন-মন তৃপ্ত করা  মাউন্ট আবুর,
প্রাকৃতিক  ছবি খানি মনোলোভা।

ভ্রমণ -পিয়াসী মন,করে ভ্রমণ,
এই পর্যটন স্থান এই পর্বতে;
তাই সাতসকালে  বেরিয়ে পড়া,
মাউণ্ট আবুর পাহাড়ি  পথে।

মাউন্ট আবুর এক শ্রেষ্ঠ আকর্ষণ,
একটি অপরূপ  জৈন মন্দির ;
'দিলওয়ার' নামে এই মন্দিরে,
এসে পর্যটকেরা করে ভিড়।

কী অপরূপ তার শিল্প -সুষমা,
গড়েছেন,বাস্তুপাল আর তেজপাল;
মার্বেল পাথরে গড়া এই মন্দিরের,
আজ কেটে গেছে  বহু কাল।

"দিলওয়ার" নামে এই জৈন মন্দির,
অসাধারণ স্থাপত্যে নজর কাড়ে;
প্রতি বছর তাই পর্যটকেরা আসে,
অপরূপ এই  মন্দির দেখিবারে।
             --০--