প্রকৃতির এক দারুণ দু:সময়ে,আবহাওয়ার,
দারুণ ভাবে  পরিবর্তন, সময়-নীতির টানে।
বদলে গেছে জীবনের সংজ্ঞা,চাওয়া-পাওয়ার;
সময়ই তো সমাজজীবন  বদলে দিতে  জানে।
বদলে গেছে জীবনের স্রোত,ভাঁটা এখন  শুধু!
স্রোত থামলেই জীবন থামে, নেমে আসে ছায়া;
সমুদ্রে আর ঢেউ  ওঠে না,  জীবন মরুভূমি ধুধু!
এই বদল কী শুধুই মনের? না-কি মরুর মায়া?
                  ---০---