মধ্য রাতে ঘুম ভেঙেছে, চাঁদ ঢুকেছে ঘরে;
পূর্ণিমার চাঁদকে দেখে, সুর জাগে অন্তরে।
এই মধুর রাতে ছড়াও আলো,ছড়াও আলো,
যত পারো ও চাঁদ, তোমার জ্যোৎস্না ঢালো,
মুছিয়ে দাও রাতের কালো,মনের কালো
এই চরাচর দাও, আলোয় আলোয় ভরে।
জানি না, চাঁদ কী কথা কয় তারার সনে,
সেই গোপন কথা থেকে যায় গোপনে,
রাতের গান মিলেছে আজ সুরের সনে,
চাঁদের আলোর মধুরিমা,বাহিরে অন্দরে।
এই পূর্ণিমার চাঁদকে দেখে,এ মন হারায়,
করবো স্নান আজ চাঁদের আলোক ধারায়,
খুশির ঝিলিক খেলে যায় চোখের তারায়,
আজ চাঁদের জ্যোৎস্না-সুধা, ঝরে ঝরে পড়ে!
--০--