কিছু মানুষ এমন মিথ্যে বলে,-
দিনটাকে-ই বানিয়ে ফেলে রাত!
মিথ্যে বলা এই সব মানুষেরা,
কথায়-কথায় করে বাজি মাত।

মুখোস-পরা এই মানুষ গুলি,
সর্বহারার পাশেই আছে বলে!
মেকী দরদে উথলে ওঠে মন!                            ।
ভাসে তারা ভেজাল চোখের জলে;
সারাজীবন মিথ্যে বলেই এরা
জড়িয়ে পড়ে মিথ্যে কথার জালে;
মিথ্যে বলা,  জীবনধর্ম এদের,
সব সময় থাকে আপন তালে।

মিথ্যে বলে এরা মানুষ ঠকায়,
এ মিথ্যেতে নেই কোন ভয়-ডর ।
দিবস-রাতি, মিথ্যেএদের সাথী ,
মিথ্যে কথায় এরাই বাঁধে ঘর!

মিথ্যে প্রতিশ্রুতির ফুলঝুরিতে,
মানুষকে তো এরাই টানে কাছে;
ভালবাসার মুখোস পরে থাকে,
মিথ্যে গুলিই সামনে আসে পাছে!

মিথ্যেচারী মুখোসধারীদের-ই,
শ্রীচরণে কোটি-কোটি দণ্ডবৎ!
এরাই হল সব খাঁটি মানুষ,
গণ্যমান্য,সমাজ-সেবক,সৎ!
         --০--
                        । ।                  ।