কবিতার শব্দমালা,অক্ষরবিন্যাস, আর বর্ণমালা
স্বপ্ন-ঘুমে হেঁটে যায় যাবতীয় পাণ্ডুলিপি নিয়ে।
মাঝেমধ্যে থেমে পড়ে, দীর্ঘপথ পরিক্রমা শেষে!
বর্ণমালারা হাঁটতে ভালোবাসে,অক্ষরের মসৃন পথে।
কবিতার পাণ্ডুলিপি দাঁড়িয়ে পড়ে গোলাপ বাগানে;
সাজানো বাগানে সূর্যের রক্তরাগ মায়াময় মুগ্ধতায়।
সুন্দর রক্ত গোলাপ গুলি, এক একটি কবিতার মত।
যাবতীয় দৃশ্যাবলী শেষ বেলার রৌদ্রে করে ঝলমল!
নীল আকাশ ডুবে থাকে,মাত্রা বৃত্তে,অক্ষর বিন্যাসে;
মাত্রাবৃত্ত, অক্ষর বৃত্তের সীমারেখাগুলি ছুঁয়ে যায়।
পাণ্ডুলিপি লিখে রাখে,গায় আগামী পৃথিবীর গান;
কবিতার প্রতিটি শব্দ ও অক্ষরে,ফোটে রক্তগোলাপ।
মাত্রাবৃত্ত ঘুমে ডুবে থাকে, কবিতার যতো পাণ্ডুলিপি!