হাতে ধরা লাঠি, তালি মারা ছাতাটি মাথায় মেলে,-
হাঁটছেন পথে এক মাস্টার মশাই,মন্থর পা ফেলে ;
পথের মাঝেই বিনম্র প্রণাম ,পা দু'খানি দিয়েছে ছুঁয়ে;
শ্রদ্ধাপ্লুত একটি মাথা হঠাৎ বিনয়ে পড়েছে নুয়ে ।
মাস্টার মশাই! কেমন আছেন ? নম্রতা মাখা স্বর,-
ভেসে আসে আজ কানের ভিতর অনেক যূগের পর ।
এই একটি ডাকেই, স্মৃতির সমুদ্রটি তোলপাড় !
এই একটি ডাকেই কিছু চেনা মুখ,ভেসে ওঠে বারবার।
ঊথাল- পাথাল আজ স্মৃতির সাগর সহ্স্র ঢেউ তুলে ;
কে বাবা তুমি ?বেঁচে থাক বাবা।নাম-ধাম গেছি ভুলে ।'
মাস্টার মশাই! আমি সত্যপ্রিয়, আমাকে মনে আছে ?
পেয়েছি স্নেহ, পেয়েছি শাসন, কত আপনার কাছে।-
গণিতের ক্লাসে অঙ্কতে ভুল, মনে আছে মাস্টার মশাই?
আমি সেই সত্যপ্রিয় সেন, এখন একটা কলেজে পড়াই।
আপনার আশীর্বাদ, আমার এই বড় হয়ে ওঠার পিছনে ;
আপনার আদর্শকে করেছি পাথেয় আমার জীবনে ।
বহুকাল পর, পথের উপর গুরু, শিষ্যের মুখোমুখি ;
শিষ্যের মাথায় স্নেহমাখা হাত, বাবা! হও তুমি সুখী ।
আশীর্বাদ করে মাস্টার মশাই এর পথ চলা হল শুরু;
পথের দিকে শিষ্য তাকিয়ে, যে পথ দিয়ে যান গুরু।
--০--