মাকে হারিয়ে মনে নেই সুখ ,মন বসে না ঘরে ;
মাকে মনে পড়ে আমার, মাকে যে মনে পড়ে!
মায়ের মতো কে আর আছে সংসারেতে বলো,
মা-ই প্রথম দেখিয়েছে এই জগতের আলো।
থালার মতো চাঁদ উঠতো যখন সাঁঝের বেলা,
আকাশ ঘিরে বসতো যখন হাজার তারার মেলা,
ছেলেবেলায় চাঁদ দেখিয়ে ছড়া কাটতো আমার মা;
আয় চাঁদ আয়, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা।
সাঁঝের বেলায় তুলসীতলায় উঠতো প্রদীপ জ্বলে,
ঠাকুরকে  মা করতো প্রণাম  ,জড়িয়ে আঁচল গলে ।
ধূপ জ্বালাতো, শাঁখ বাজাতো মা এসে  ঠাকুর ঘরে ;
ধূপ আর ধুনোয় ঠাকুর ঘরটি উঠতো তখন ভরে ।
রাতের বেলা হুতোম প্যাঁচা উঠতো ডেকে যখন-
ভয় পেয়েই মায়ের কোলে মুখ লুকোতাম তখন।
মা বলতো, আমি তো আছি, কোন ভয় নেই আর!
মা থাকলে নেমে যেতো আমার মনের যতো ভার।
অসুখ-বিসুখে, সুখে-দুখে মা থাকতো আমার পাশে;
এই সংসারে মায়ের মতো কে আর ভালোবাসে !
সেই মা আমার হারিয়ে গেছে,পাই না খুঁজে তাকে;
বলতে পারো,কোথায় খুঁজে পাবো আমার মাকে?
                     --0--