কবির সৃষ্টি কবিতারা ঠিক কোথায় থাকে?
কবিতারা  থাকে কবির বুকের ঠিক মাঝখানে;
যে যেমন করে তাকে  অন্তরে ধরে  রাখে,
যে যেমন ভাবে তাকে ভালবেসে রাখে প্রাণে।
কে জানে কবিতারএই জন্মের রহস্য কাহিনি?
একমাত্র কবিরাই সে কাহিনি বলে দিতে পারে!
কবির সৃষ্টি কবিতার ভাব-ভাষা- ছন্দের মাধুরী,
কবিরাই সাজিয়ে তোলে  নানা শব্দ-অলংকারে।
কবির অন্তরে এই কবিতারা সুখে বাঁধে বাসা?
বাসা বেঁধে থাকাএই কবিতারা থাকে সংগোপনে।
কবিরাই ভাব-ভাষা-ছন্দ আর ভালবাসা দিয়ে,
কবিতার সুন্দর নীড় খানি গড়ে তোলে সযতনে।
  

             --০--