কবিতা-প্রেমিক  মানুষেরা, পৃথিবীতে আছে বলে,
আকাশ এখনো নীল,সমুদ্র,নদী ঢেউ তোলে জলে।
কবিতা-প্রেমিক মানুষের বার্তা ঋদ্ধ এই কবিতায়;
সেই বার্তা নদীরা সাগরের দিকে বয়ে নিয়ে যায়!

বর্ষায় নামে বৃষ্টির ধারা,  ফুল ফুটে  গাছে-গাছে;
কবিতা শোনাতে অলিদল, জুটে ফুলেদের কাছে।
কবিতাপ্রেমিক আছে বলে,এখনো কুলকুল বহে নদী থেমে যেত নদীস্রোত,না থাকিত,কাব্য-প্রেমিক যদি!


কবিতা প্রেমিক চলে গেলে, উঠবে না সাগরে ঢেউ;
নীল আকাশের কবিতাগুচ্ছ, আর  লিখবে  না কেউ!
কাশবন আর নদীর সাথে ,কবিতারা সব মরে যাবে;
কবিতা-হীন এই পৃথিবী সেদিন, পাগলে ভরে যাবে।
                    --০--