কবি কবিতা লেখে, নিসর্গ -নারী-নদী বিষয়ক;
কবির সমস্ত সৃষ্টি নক্ষত্রের নির্জন লিপিতে।
কবিরা-ই ফোটাতে পারে, মননের সুস্থ কোরক;
এই ভাবে বেঁচে থাকে,কবি ও কবিতা পৃথিবীতে।
সময় ছুঁয়ে এইভাবে দিন থেকে রাত্রি অবধি,-
কবিরা গুছিয়ে রাখে চেতনার ঘর-গেরস্থালি;
কবিতায় ঢুকে পড়ে বন,ঢুকে পড়ে নারী -নদী।
কবিতায় ঢুকে পড়ে , তৃতীয়ার চাঁদ একফালি।
বিপন্ন সমাজ,ধ্বস্ত মূল্যবোধ, ভাঙা ঘরের মুদুন :
সংসার ভেঙে খান খান, সংসারে অবাঞ্ছিত ভীড়।
সমাজের রন্ধ্রে -রন্ধ্রে সন্দেহের সাপ আর ঘুণ;
সম্পর্ক বিপন্ন আজ,সম্পর্কের ধরে গেছে চিড়!
কবিরাই অগ্রদূত, মানুষের সম্পর্কের সেতু,-
কবিরা গড়তে পারে,একমাত্র তারা পথিকৃৎ ;
কবিরা সমাজশিল্পি,শব্দলিপি দিয়ে সেই হেতু,-
কবিরা নির্মাণ করে, সমাজের পাকাপোক্ত ভিত।