জানতে পারিনি কতটা অস্বচ্ছতা, ছিল দু''চোখের মাঝে!
জানতে পারিনি এই ভালবাসা ছিল, এক মিথ্যের সাজে।
জানতে পারিনি এই খাদ- মেশা প্রেমে কতটাই কপটতা!
নিরুত্তাপ এই ভালবাসায় ছিল না হৃদয়ের গভীরতা।
জানতে পারিনি বলে এতো ব্যথা,পরিতাপ পরিশেষে!
সাজানো ঘর ভেঙে দিয়ে যাবে, অবিশ্বাসের ঝড় এসে।
জানতে পারিনি বলেই, এতোদিন ভুল পথে পরিক্রমা;
সন্দেহ আর সংশয় ঘিরে, বহু ভুল করে গেছি জমা।
এই ভালবাসা ঘিরে হৃদয় ছিল না, ছিল শুধু প্রতারণা;
এই বুকের ভিতর জমে আছে থরেথরে, সীমাহীন যন্ত্রণা!
--০--