তপ্ত বৈশাখের দারুন দহন  দিনে,
হে কালবৈশাখী!কোথা, তুমি চলে গেলে ।
কেন নেই বলো দেখা, এখনো তোমার?
এসো মহাবেগে তুমি,ঝড়ো ডানা  মেলে;

অসহ দহনে প্রাণ, করে হাঁস ফাঁস-
দরদর ঘাম  ঝরে ',পড়ে দেহ বেয়ে ;
সাথে মেঘ এনো,আর তো বিলম্ব নয়!
আমরা সবাই পথ পানে আছি চেয়ে।

যবে বাতাসের থেমে যাওয়া উত্তাপে-
রুদ্ধ হয়ে আসে দম, হে কালবৈশাখী!
শীতল করতে পারো, তুমি মহা ঝড়;
তোমাকে আমরা তাই দাবদাহে ডাকি।

মহাঝড়! তুমি সাথে নিয়ে এসো বৃষ্টি!
স্বস্তি এনো গ্রীষ্মদিনে,হোক কৃপাদৃষ্টি।
              ---০---  


         --০--