কৃষ্ণচূড়ার মাথায় চূড়া, কৃষ্ণ চূড়া চুলে বাঁধে;
রাধাচূড়ার মাথায় রাধা,কৃষ্ণ বলে জয় রাধে!
কৃষ্ণচূড়ার লাল-লাল ফুল,চিরল -চিরল পাতা;
রাধাচূড়ার হলুদ -হলুদ ফুলে, কৃষ্ণ প্রেম- গাথা।
কৃষ্ণচূড়া কোথায় কৃষ্ণ খোঁজে, কৃষ্ণ বংশী বাজায়;
রাধাচূড়ায় নিবাস রাধার, কুঞ্জ রাধা রাণী সাজায়।
কৃষ্ণ চূড়ার বাহারি ফুল দেখে, রাধা বলে আহা!
রাধাচূড়ার বাসন্তী রঙে, কৃষ্ণ বলে, রাই বাহা!
কৃষ্ণচূড়ার রক্তিম ফুল, রক্তে মাদকতা আনে;
রাধাচূড়ার হলুদ রঙেই, পুলক জাগায় প্রাণে!
কৃষ্ণচূড়া আর রাধাচূড়ার, হয় না কোন তুল;
রাধা কৃষ্ণের নাম ধরেই অমর, এই যুগল ফুল।
---০---