সূর্য-ছেঁড়া রোদ মেখেছে শীতের হিমেল আকাশ      
সারাটা বিকেল তাড়িয়ে বেড়ায় ছন্নছাড়া মেঘ;
শীতকাতুরে বিকেলটাও তো দারুন মাতাল হয়ে,
বাড়িয়ে দেয়  পাগলা হাওয়ার দ্রুত ছোটার বেগ।
মাতাল বিকেল  ছুটছে এখন অঢেল সময় হাতে,
সেই সময়ের খবরা-খবর  রাখেনি তেমন কেউ!
জোড় বাঁধের এই জল-বাড়িটির অন্দরে দিই উঁকি,
দেখি, প্রশান্তিতে ঘুমিয়ে আছে হাজার সুনীল ঢেউ।
বিকেল-আকাশ আনন্দে রঙ মেখেছে সারা গায়ে
সূর্য কিরণ ভেজা সে রঙ, ভালবাসার-ই সাত রঙ;
জোড় বাঁধের এই জল-বাড়িটির ইতিহাসেই দেখি
লেগে আছে সেখানে,সাত পুরুষের পরম্পরার জঙ।
জোড় বাঁধের এই জল-বাড়িটির বিরাট মহোৎসবে,
উছলে পড়ে সারাটা দিন, হাসির আনন্দ উচ্ছ্বাস!          
গাছ-গাছালি সব সবুজ ছোঁয়া, আকাশ গভীর নীল;
নীল আকাশের চোখে-মুখে  ছড়ায় খুশির-ই উদ্ভাস।
জল-তরঙ্গ বেজে ওঠে,নানান সুরে, নানান বোলে;
জল-বাড়িটির ভিতর ঘরে খুশি উপচে সুনীল জলে।
জোড় বাঁধটির বক-বকানি বিকেল থেকেই হল শুরু;
সারাটা রাত কেটে যায়,আকাশের সঙ্গে কথা বলে।
          --০--