রবিকর মেখে এরা হাসে ঘাসবনে ;
তবু এরা ব্রাত্যফুল  সুন্দর  ভুবনে।
ঘাসবনে নিত্য ফোটে,নিত্য যায় ঝরে;
করে না চয়ন কেহ  পুষ্পাধার ভরে।
আত্মনিবেদন করে  ঈশ্বরের চরণে;
নীরবেই ঝরে পড়ে এরা ঘাসবনে।
কত পথিক তাদের পদপৃষ্ট করে,-
কত ক্লেশ সহ্য করে ব্যথিত অন্তরে!
মধুকর আসেনাকো মধু অন্বেষণে;
ভুল করে এই ব্রাত্য  ফুলেদের বনে!
ঘাসফুল  অভিজাত  ফুল নয় বলে,-
ব্রাত্য হয়ে বেঁচে থাকে, আকাশের তলে।
আকারেই  হোক ছোট,  মন ছোট নয়!
ঈশ্বরের শ্রেষ্ঠ দান, উদার হৃদয়।