ঈশ্বর  রচিত  বিরাট  এ' দুনিয়ায় ,
সুখে-দুখে মানুষের দিন কেটে যায়।
ধরায় এসেছি একা,যেতে হবে একা;
পথের মাঝে আলাপ-পরিচয় ,দেখা!
এসেছি যখন ,একদিন যেতে হবে;
পৃথিবীতে চিরকাল  অমর কে রবে?
শরীরের মিথ্যে গর্ব,মিথ্যে পরিপাটি!
এই দেহ মাটিতেই মিশে হবে মাটি।
সে জন রাজা হোক কিংবা,প্রজা হোক,
সকলের এক পথ,  যাবে  পরলোক!
কেউ যাবে চিতাতে,কেউ যাবে কবরে ;
মাটিতে মিশে যাবো, মাটি সব হব রে !
বাঁচার মতোই  তাই,   দুনিয়ায় বাঁচো ;
জীবন সুন্দর করো, যতোদিন আছো!
                --০--