এই ভাবে হৃদয়ের  কথা বলা যায়।
যে ভাবে হৃদয় ঘটিত যাবতীয় গান,
মূর্ত হয়ে ওঠে সুরের বিমূর্ত ছোঁয়ায়।
যে ভাবে হৃদয়ের কথা বলা  যায়,
ঠিক সেই ভাবে আকাশে উড্ডীন  হয়
গানের বিকল্প পাখিরা।
সেই ভাবে রোদ আর ছায়া ছাপ রাখে,
বিকল্প পাখিদের দুরন্ত ডানায়।
এই ভাবে গানে-গানে পৃথিবীর  কথা,
সুর-তাল-লয়-মীড়ে গাঁথা হয়ে গেলে,
কবিতার ঢেউ ওঠে,পৃথিবীর প্রান্তরে -প্রান্তরে,
বৃক্ষে-বৃক্ষে সমারোহে কাননে-কাননে।
ঠিক এই ভাবে কবিতার কথা বলা যায়,
মননে তরঙ্গ তুলেএক  ঋদ্ধ সংবেদনায়।
              ---০---