হৃদয় ঘটিত যাবতীয় কথা নিয়ে-
এ' হৃদয়ের সঞ্চারিত হয় যতো গান;
গান নিয়ে জীবনের পথ চলা শুরু;
গানের কথায়, ঝরে পড়ে অভিমান!
মনের ভিতরে জমে থাকা অভিমান,
যা কিছু ঘটায়, সব হৃদয়- ঘটিত।
হৃদয়ের কিছু কথা পড়ে ফেলা যায়,
হৃদয়ের কিছু কথা থাকে অপঠিত।
হৃদয় ঘটিত যাবতীয় কথা-গান,-
হৃদয় ছুঁয়ে থাকে,ছুঁয়ে থাকে অক্ষর।
ভালোবাসা ধীরে ধীরে সঞ্চারিত হয়;
সঞ্চারিত হয় বোধ, আলোর ভিতর ।
ভালোবাসা এই মনে ,বাসা বাঁধে বলে,-
পৃথিবীতে এতো গান,এতো সুর-ঝরে।
হৃদয় ঘটিত এই ভালোবাসা দিয়ে,-
জ্বেলে দিও দীপ খানি, প্রাণের ভিতরে।