যে নদীর ঘুম নেই চোখে বহু দিন,
স্বপ্নময় কিছু ঘুম, দিও তার চোখে;
সে ঘুমে স্বপ্নরা হোক হৃদয়ে বিলীন।
আলোকিত হোক ঘুম,অন্তর-আলোকে।
চেয়ে দ্যাখো ঘুমহীন নদীটির পানে,
সময়ের চক্রাবর্তে চোখে ক্ষীণধারা;
নিদ্রাহীন নদীটির অন্তরাত্মা জানে,
ঘুম এনে দিলে চোখে, প্রাণ দেবে সাড়া।
নদীর পেলব তনু স্বপ্নে থাক ঘিরে,-
স্বপ্নঘুমে ভরে থাক নদীর দু'চোখ;
ছন্দময় ঢেউ গুলি আছড়াক তীরে।
খুলে যাক মোহজাল, জড়তা নির্মোক।
বহুকাল পর নদী আবার চঞ্চলা,-
সমুদ্রের দিকে তার হলো পথ চলা।