ঘুম-চোখে তাকালেই সব কিছু
আবছা -আবছা ছবির মতন
হয়ে যায়...
দিনের আলোতেও অস্পষ্টতা।
ঘুম-চোখে আশ্চর্য এক
মাদকতা থাকে...
এই মাদকতা পূর্ণ চোখে পৃথিবীর
সব ছবি ঝাপসা হয়ে আসে।
ঝাপসা হয়ে আসে ঘাস-বন,
বন-নদী-সমুদ্র পাহাড়ের
চিত্রমালা...
ঘুম-চোখে কোথা থেকে এতো
ঘুম আসে!
মূহুর্তেই ঝাপসা করে
দ্যায় সব কিছু...