গাছ-পালাতে সাজানো একটা বাগান;
সকাল- সাঁঝে. এই বাগানে বসে থাকি।
গাছ-পালা জুড়েই যতো প্রাণের টান;
মনটা আমার গাছ-পালাতে-ই রাখি।
দিন ফুরিয়ে যখন সন্ধ্যা নেমে আসে-
মেহগনি পাতায় ঝিরিঝিরি কাঁপন ;
তখন দাঁড়াই কাঁঠাল গাছের পাশে...
গাছের সঙ্গে কিছুটা সময় যাপন।
বাগানে আম-কাঁঠাল-লিচু, মেহগনি, -
এই গাছেরা সব সবুজ ভালবাসে;
কানে আসে, গাছের কথা,গাছের ধ্বনি!
মিশে আছে এই গাছেরা রক্তে,বিশ্বাসে...
বাগানের গাছে পাখিরা বেঁধেছে বাসা।
কী মিষ্টি সুরে সেই পাখিরা গান গায়;
পাখিদের মিষ্টি কিচিরমিচির ভাষা,
শুনে-শুনে আমার সময় কেটে যায়।
আমি জানি, এই গাছেদের ইতিহাস ;
ভেতর ঘরের খবর আমার জানা!
গাছের সাথেই ওঠা-বসা বারোমাস...
এখন আমি বৃক্ষ-প্রেমিক,ষোলো আনা!
--০--