অনেক কিছুই তো তোমাকে দিয়েছি।
দিয়েছি শিশির ভেজা ঘাস,কুয়াশা-সকাল।
শালুক পাতায় ভোর,বিন্যস্ত বাতাস;
নদীর জলজ গান,ফুল ও পাথর ।
পাহাড়ী ঝর্নার স্রোতে উদ্দাম জীবন
প্রণালী#
সব কিছু দিতে গিয়ে দেখি---
এতো সব না দিলেই হতো ।
শুধু তোমার চিবুকে একটা তিল..
অজন্তা,ইলোরার
ভাস্কর্য পূর্ণতায় পরিপূর্ণ চিত্ররাগ.....
এঁকে দিলেই আমার পূর্ণ হতো দান।#
এখন ফিরিয়ে যে নেব সবকিছু....
সে দুঃসাহস আজ আমার নেই ।
বুকের ভিতর শুধু বেজে বেজে ওঠে....
তোমার পূর্ণতার ইমন-কল্যান !
----0-----