এবার পূজোয় গ্রাম-বাংলায় এসো;
এ' পূজোয় জানাই সাদর আমন্ত্রণ!
আনন্দে-হুল্লোড়ে বেশ কয়েকটা দিন-
কাটিয়ে গেলে ভালো হবে তোমার মন।
গ্রামের সরল মানুষ মিশতে জানে,
সাদা মনে নেই কোন কপটতা -ছল
এই সরল মানুষেরাই অকপটে তাই,
প্রাণের কথা খুলেই বলে অনর্গল।
শহরের পূজোতো অনেক দেখাহলো
এবার না হয় দেখলে গ্রামের পূজো।
গ্রামের মানুষ জনের সরলতায়,
চিন্ময়ী মাকে এবার গ্রামে এসে খুঁজো।
গ্রামের মানুষ সরল সাদা মনের,
মুগ্ধ হবে তাদের মধুর আপ্যায়নে ;
ডাকবে ঘরে তোমায় তারা সমাদরে;
মনের কথাই কইবে সরল মনে ।
এই গ্রামে এলে বেশ শান্তি মনে পাবে;
তাই এবার পূজোয় এসো পাড়া গাঁয়ে !
গাছের তলায় খাটিয়াটি পেতে দিয়ে-
বসাবে তোমায় তরুর শীতল ছায়ে!
--০--