চাঁদ জ্বেলেছ দূর আকাশে, ধূপ জ্বেলেছ ভূমে ;
আগুন জ্বেলেছ জঠর দেশে, চোখ জ্বেলেছ ঘুমে।
মাটি জ্বেলেছ ,ঘাস জ্বেলেছ,পাতা জ্বেলেছ তুমি;
জ্বেলে দিয়েছ চারপাশের সবুজ সবুজ ভূমি।
নিজেকেই তো জ্বেলে দিয়েছ নিজেই আগুন হয়ে;
এখন তুমি সেই দহন জ্বালায় , পালিয়ে যাও ভয়ে !
গাছ-পাতা সব জ্বলছে ,ওই কারা আগুন ঘিরে?
সেই আগুন নিভিয়ে দিতে ,রক্ত দাও বুক চিরে।
চাঁদ লুকালো মেঘের কোলে,লুকায় যে সব তারা;
দহন জ্বালায় জ্বলছ একা, কোথায় যে জলধারা?
তোমার আগুন কে নেভাবে,বুকের রক্ত, না জল!
প্রদীপ খানি যেই জ্বেলেছ, হাতে হাতে মিলে ফল।
নিভে এলো বুকের আগুন ,দহন-জ্বালা হল দূর;
মাঠ ভাসলো চাঁদের আলোয়, প্রাণে বাঁশির সুর!
--0--