দিনান্তে দিগন্ত ছুঁয়ে পথশ্রান্ত সূর্য,গেল অস্তাচলে;
জানি না বিদায়ী সূর্য,আকাশ কে কীযে গেল বলে!
কী কথা বলে গেল,চুপিচুপি প্রকৃতির কানে-কানে;
বেলাশেষে সে কথা,প্রকৃতি আর আকাশ-ই জানে।

মুঠো -মুঠো আবীর ছড়ানো আকাশে রক্তরাগ মায়া;
বনান্তে স্তব্ধতায় নেমে এলো সান্ধ্য মেঘে ঘন ছায়া।
দিনান্তে পরিশ্রান্ত পাখিরা ফিরে গেছে যে যার নীড়ে;
থেমেছে কাকলি ,আঁধারও ঘনিয়েছে রাত্রির নিবিড়ে।

এখন শুধু নীরবতা, স্তব্ধ চরাচরের গভীরে উদ্ভাস!
শান্ত সমাহিত মন,পূর্ণ প্রশান্তি বিরাজমান চারিপাশ।
                      ---০---