আমরা প্রত্যেকেই এক অদৃশ্য হাতের ক্রীড়নক।
আমাদের ক্রীড়নকের এই জীবন;
এই জগতে তাই রোজ ক্রীড়নক সেজে
আমাদের প্রাত্যহিক জীবন যাপন।
অদৃশ্যমান সেই হাতের অদৃশ্য রিমোটই
ঘোরায় সকলের ভাগ্যের চাকা;
তাই ক্রীড়নকের ভূমিকায় থেকে
এই সংসারে সং সেজে থাকা।
অদৃশ্য সেই হাতে থাকা অদৃশ্য রিমোটই
এই জীবনের একমাত্র ভাগ্য নিয়ন্ত্রক;
এই জগতে আমরা প্রত্যেকেই তাই,
এক অদৃশ্য হাতের নিয়ন্ত্রণে থাকা ক্রীড়নক!
--০--