ছক- ভাঙা জ্যামিতি।
দিবা রাত্রি ছক -ভাঙা জ্যমিতির নবীকরন হাওয়া।
বিমুগ্ধ নির্মাণের জটিল সমীকরণ।
ছকভাঙা সময় ক্রমশ সব জটিলতা কেটে
সামনে এগিয়ে  যায় ধীর পদক্ষেপে।
ভাত-ঘুম মধ্যাহ্নে নামে বিকেলের ঘন ছায়া;
সমস্ত মনে এখন রামধনু -রঙ পাগলামীর
আধিপত্য জটিলতা।
জটিল জীবন চক্রের সমীকরনে
প্রজাপতির ডানায় রূপান্তর বাদের
মৌলিক জ্যামিতি।
এই সবকিছুকেই ছক[- ভাঙা জ্যামিতি বিষয়ক
জটিল রসায়নেরপর্যায়ে ফেলা যায়।