রাতটা ছিল চন্দ্রাহত, আকাশ ছিল জ্যোৎস্না ধোয়া;
আকাশ ভীষণ শান্ত ছিল,চাঁদটা ছিল আলো-ছোঁয়া।
চন্দ্রাহত মধুর  রাতে, তারা গুলি সব ছড়ায় আলো
এই  নিশীথে, দিক-দিগন্তে এত আলো কে ছড়ালো!
ফুলে-বাগে জ্যোৎস্না জাগে, জাগ্রত রয় ফুলেরা সব;
ফুলের মুখে কথা ছিল না,রাতটা ছিল ভীষণ  নীরব!
জেগে ছিল  যুঁই- মালতি,জেগে ছিল রক্ত- গোলাপ;
এই রাতে  চাঁদের সাথে  হয়েছিল  গোপন-আলাপ!
এ' জ্যোৎস্না-রাতে কিছু তফাতে,তুমি  দাঁড়িয়ে ছিলে
জ্যোৎস্না-মাখা চাঁদকে দেখে, দু' হাত বাড়িয়ে দিলে!
জ্যোৎস্না ছড়ায়,জ্যোৎস্না ভেজায়,পাণ্ডুলিপি কবিতার;
জ্যোৎস্না ভেজায় চরাচর ,জ্যোৎস্না ভেজায় অন্ধকার।
জ্যোৎস্না ভেজায় নদীর বালি,  ভেজায় কাশের বন!
জীবন  ভেজায়,হৃদয় ভেজায়,ভিজিয়ে  দ্যায় মন।

                 ---০---