এক-একটি মানুষের ভিতরে নিরন্তর
বয়ে চলে এক-একটি ব্যক্তিগত নদী।
সেই নদী জীবনের দৈর্ঘ্য-প্রস্থ মাপে
উৎসমুখ থেকে সমুদ্রের দূরত্ব অবধি।
নদীর মতোই ব্যক্তিগত সমুদ্র থাকায়,
কেউ কেউ যেতে চায় সমুদ্রের পাশে;
জীবনে ব্যক্তিগত নদীর অস্তিত্ব থাকায়,
কেউ কেউ বাঁক নিতে ভালবাসে!
                --০--