বৃষ্টির ভিতর দিব্যঘুমে নিত্য বিচরণ ;
বৃষ্টির ভিতর বৃষ্টি- শব্দে মুগ্ধ থাকা,
বৃষ্টির ভিতর মন মেলে দ্যায় পাখা।
বৃষ্টি নিয়ে যাবতীয় কথোপকথন।
বৃষ্টিতেই নিজেকেই মেলে ধরা যায়;
বৃষ্টি ভেজা মনে জমে কত কথকতা!
বৃষ্টির তরঙ্গে ধ্বনি ওঠে কবিতায়।
সে তরঙ্গে ধুয়ে যায় যতো আবিলতা।
--০--