বুক পকেটে  থাকা চিঠিটি যে দিন নিলাম পড়ে;
চিঠির ভাষায়, ভালোবাসায় এই মনটা গেল ভরে।
এই হৃদয়ে,আনে কথা বয়ে,  চিঠি খানি যেই পড়ি,-
ঠিক তখনই বুকের ভিতর চলে, জোর কদমে ঘড়ি।
এই বুকের ঘড়ি,তড়িঘড়ি করেই হঠাৎ যদি থামে,
তখন সারাশরীর উথাল পাথাল, দরদরিয়ে  ঘামে!
বুক পকেটে থাকা চিঠি, দেখি মারছে  উঁকি ঝুঁকি ;
মনের ভিতর ঘরে আনমনেতে, কাটছে আঁকিবুঁকি!
বুক পকেটের চিঠি খানি লেপ্টে থাকে বলেই বুকে,
জীবনে ভরসা জোগায়, আশা জাগায় সুখে-দুঃখে।
           ---০---