মানুষের ঘরেরপাশেই থাকাঅন্যএকটা ঘরে;   বিবেক,সততা,মূল্যবোধ, মানুষ রাখে যত্নকরে।
সেই ঘরের ভিতটি থাকে মানুষের বিশ্বাসে দাঁড়িয়ে;
মানুষের বেঁচে থাকা  বিশ্বাস আর  মূল্যবোধ নিয়ে।
বিশ্বাসের ঘর ভেঙে গেলে মানুষ,  মানুষ থাকে না;
চেনা-জানা লোকজন, হয়ে যায়  অজানা- অচেনা।
বিশ্বাসের ভিত নড়ে গেলে,লজ্জায় লুকোয় মুখ নদী;
পাশে আর থাকে না স্বজন,বিশ্বাসের ঘর ভাঙে যদি।
বিশ্বাসেই হেসে ওঠে চাঁদ, হেসেওঠে ফুলের বাগান;
বিশ্বাসবোধেই মানুষের রাগ-অনুরাগ,মান-অভিমান।
বিশ্বাস হারায়নি তাই নদী হেঁটে যায় সমুদ্রের দিকে;
বিশ্বাস হারালে পৃথিবীর সব রঙ  হয়ে যায় ফিকে।
বিশ্বাসে কবির হাতে শব্দলিপি,ভাব-ভাষা-ছন্দ আসে   বিশ্বাসেই অক্ষরমালা,সুর-সঙ্গীত, হৃদয়ের উচ্ছ্বাসে।
বিশ্বাসেই কবিতার জন্ম,অনুভবে থাকা ভালবাসা।
বিশ্বাসে জন্ম নেয় বোধ, ধ্বনি ময় জীবনের ভাষা!
                        --০--