বিষন্ন বিকেলের আলো ক্রমশ: নিভে এলে পরে,
ক্লান্ত ডানায় সব পাখি  ফিরে আসে নিজ ঘরে।
ক্লান্ত পাখির গান, থেমে যায় এই মায়াবী সন্ধ্যায় ;
সেই সব কথা লেখা থাকে,রাত্রির নিস্তব্ধ মায়ায়।
বিষন্ন বিকেলের কথা লিখে যাবো আকাশের 'পর;
বাতাসে ভেসে আসে, বিষন্ন বিকেলে সমুদ্রের স্বর।
সমুদ্রের ঢেউগুলি জাগে চঞ্চলতায় উদ্দাম উত্তাল!
ফেনায়-ফেনায় জেগে ওঠে  নৃত্যরত রুদ্র মহাকাল! প্রতিটি মানব জীবনেই  বিষন্ন বিকেল নেমে আসে;
তারপর জীবনের সন্ধ্যা নামে,মিশে যায় মহাকাশে!
এইভাবে ক্রমাগত চলে জীবনের আসা আর যাওয়া
এই ভাবে ক্রমাগত আসে জীবনের  চাওয়া-পাওয়া।
                 ---০---