বিন্যস্ত শব্দের পথে,হেঁটে চলে পূর্ণচ্ছেদ, কমা;
সেমিকোলন আদি যতি চিহ্নের পথ পরিক্রমা।
শব্দেরাই ঢুকে পড়ে মননের প্রাচীন শিকড়ে,-
নৈ:শব্দেই এই শব্দরা সীমা অতিক্রম করে।
শব্দরা যুবার মতো,কখনো বা তারুণ্যে উচ্ছল!
দিন- রাত্রি অবিরাম শব্দদের চরিত্র বদল।
অগোচরে শব্দের ভিতর অনু শব্দ ঢুকে পড়ে ;
বিন্যস্ত শব্দের পথে,বিবর্তনবাদ ইতিহাস গড়ে।
এই ভাবে শব্দের ভিতরে জমা থাকে ইতিহাস!
ইতিহাসে জমা থাকে মাত্রাবৃত্ত ঋদ্ধ অনুপ্রাস।
এই শব্দরাই মেঘে-মেঘে, বৃষ্টি-কণা সৃষ্টি করে:
সেই বৃষ্টি-ই নেমে আসে,তৃষ্ণার্ত মাটির উপরে।
---০---